Friday, December 5, 2025

বর্ষার বিদায়ে নেই বৃষ্টির আভাস

দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষাকাল। আগামী কয়েক মাস আবহাওয়া প্রায় সময়ই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষার বিদায়ের দিনে সারাদেশের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। রোববার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির তথ্যে বলা হয়েছে, আগামী দুইদিনের আবহাওয়া অবস্থায় তেমন কোনো পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর