Wednesday, April 30, 2025

মঙ্গলবার যশোরে আরো ৩৭ জন শনাক্ত

মঙ্গলবার যশোরে আরো ৩৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিন যবিপ্রবি থেকে আসা ৯২ নমনুার ফলাফলে ৩৭ জন শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ৩৪ জনই যশোর সদরের বাসিন্দা। বাকি তিনজন শার্শা উপজেলার । বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, এ নিয়ে যশোরে আক্রান্তের সংখ্যা একহাজার ৮৫ তে পৌছেছে। এ ছাড়া সুস্থ্য হয়েছেন ৫৩৩ জন। সোমবার দুইজনের মৃত্ রোগীর শরীরা করোনার অস্তিত্ব পাওয়া যাওয়ায় জেলায় মৃতের সংখ্যা ১৭ তে পৌছেছে। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর