Wednesday, April 30, 2025

শুক্রবারে যশোরে রেকর্ড, একদিনেই ১০৮ জন শনাক্ত

যশোরে শুক্রবারে ১০৮জন শনাক্ত হয়েছেন। যা এ যাবতকালের সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে যশোর সদরেই ৬০ জন। এছাড়া মণিরামপুরে ১৩, অভয়নগরে ১০, শার্শার ১০, ঝিকরগাছার ৮, কেশবপুরের ৪ ও চৌগাছার তিনজন শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। তিনি জানান, যবিপ্রবি থেকে যশোরের ১৬৭ টি নমুনার ফলাফল পাঠিয়েছে তার মধ্যে যশোরের ৩৪ জন। এছাড়া খুলনা মেডিকেল ও ঢাকা  থেকে তাদের কাছে ৭৪ পজেটিভ ফলাফল পাঠানো হয়েছে। এ নিয়ে যশোরে মোট আক্রান্তের সংখ্যা ৯৩৭। সুস্থ্য হয়েছেন ৪শ’৩৩জন। মারা গেছেন ১৪জন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর