আজ সকালে যশোর বাগ আঁচড়া কায়বা রাড়িপুকুর রাস্তার বিলের পাশ থেকে ৬০ বোতল ফেন্সিডিলও একটি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ কাজী (২৭)নামে একজনকে আটক ও তার ব্যবহৃত একটি মটর সাইকেল উদ্বার করেছে পুলিশ। আটক ওবায়দুল্লাহ কাজী শার্শার রুদ্রপুর গ্রামের শাহজাহানের পুত্র। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর উত্তম কুমার বিশ্বাস বলেন সোর্সের মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থান থেকে এ এস আই আকবর ও এ এস আই মাসুদ অভিযান চালিয়ে আসামী ওবায়দুল্লাহ কে আটক করে এবং তার দেহ ও ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দেওয়া হয়েছে।
রাতদিন সংবাদ