Friday, December 5, 2025

আজও নামবে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সন্ধ্যার পরই বৃষ্টি নামক স্বস্তি নেমে এসেছিল। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। আজ সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রাতে চাঁদপুরে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়, যা ছিল সর্বোচ্চ। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়। এসময় ঢাকার বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯ মিলিমিটার।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজও ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, পটুয়াখালী, পাবনা, নোয়াখালীর মাইজদী কোর্ট এবং ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বইছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।ঢাকায় রোববার সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৪ মিনিটে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর