সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে করোনা প্রাদুর্ভাবের কারনে শ্রমিক সংকটে দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিল নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ ঘোষণা করেছে, ‘যখনই অসহায় দরিদ্র কৃষকের ডাক পড়বে তখনই আমরা তাদের (কৃষকদের) পাশে গিয়ে দাড়াব’। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া এবং সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ রোববার (২৫ এপ্রিল) দিনব্যাপি শেখাটি গ্রামের দেভভোগ গ্রামের দরিদ্র কৃষক বৃন্দা বিশ্বাসের ১৪ শতাংশ জমির ধান কেটে দেয়।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু জানান, নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ছাত্রলীগের প্রত্যেক ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে যখনই অসহায় দরিদ্র কৃষকের ডাক পড়বে তখনই আমরা তাদের পাশে গিয়ে দাড়াব।







