Friday, December 5, 2025

যশোরে ১ লাখ ১৫ হাজার ডলারসহ তিনজন আটক

যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকা সমমানের। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা গণমাধ্যমে পাঠানো বার্তায় জানান, হুন্ডির কারবারিরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে। তাদের রোধ করতে বিজিবিও তৎপর। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেল তিনটার দিকে বিজিবির একটি বিশেষ দল খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কার আটক করে। কারটি বেনাপোল থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল।তিনি জানান, বিজিবির দলটি কারটি তল্লাশি করে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলার উদ্ধার এবং তিনজনকে আটক করে। আটক তিনজনই শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের মো. ইয়াসিন সরকারের ছেলে মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং গাজীপুর গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন হুন্ডি ও সোনা চোরাচালানে যুক্ত বলে বিজিবির কাছে স্বীকার করেছেন, বলছেন বিজিবির অধিনায়ক।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় বার্তায়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর