Friday, December 5, 2025

শরণখোলায় আগুনে ১০ দোকান দুই বসতঘর পুড়ে ছাই

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার রসুলপুর বাজারে এক ভয়াবহ আগুনে  ১০টি দোকান ও দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সুন্দবনসংলগ্ন ওই বাজারটিতে এ অগ্নকান্ড ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।অগ্নিকান্ডে বাজাটির মুদি, ওষুধ, রেস্টুরেন্টসহ ১০ বিভিন্ন দোকান এবং বাজারের পাশে অবস্থিত দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এই বাজারে শতাধিক দোকানপাট রয়েছে। সময়মতো পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরে বাজারটিকে বড়ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর