Monday, April 21, 2025

আগামীকালই কালবৈশাখীর আশঙ্কা

চৈত্রের শুরু থেকেই তাপমাত্রা বাড়ছে। এর মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে।চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবারে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া দেশের ১৩টি অঞ্চল বাদে সারাদেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও তার উপরে রয়েছে। তবে শিগগিরই তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় নামবে।আগামী ৩১ মার্চ পর্যন্ত কৃষি আবহাওয়ার পূর্বাভাসে উপ-পরিচালক এস এম মাহমুদুল হক জানান, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর