যশোরে সোমবার ৪৪ জন নতুর শনাক্ত হয়েছেন। ১৩১ নমুনার ফলাফলে ৪৪ জনের পজেটিভ আসে।আক্রান্তদের সদরের ৩৫ জন, মণিরামপুরের ৭ ও ঝিকরগাছার ২জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৯৯ জন ও সুস্থ্য হয়েছেন ১৭২ জন। মারা গেছেন ১২জন। যশোর সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ডাক্তার ও র্যাব সদস্য।
বিশেষ প্রতিনিধি







