Friday, December 5, 2025

উপশহর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোর উপশহর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় শুক্রবার। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে  উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দু’টি খেলা। প্রথম খেলায় তিন নম্বর ওয়ার্ড জয় পেয়েছে। দ্বিতীয় খেলায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে চার ও আট নম্বর ওয়ার্ড।
দিনের প্রথম খেলায় অংশ নেয় তিন নম্বর ও নয় নম্বর ওয়ার্ড। এ খেলায় ৩-০ গোলে পরাজিত হয় নয় নম্বর ওয়ার্ড। তিনটি গোলই করেন ফাহিম। তিনি খেলার প্রথমার্ধের ১৫, ২৫ ও ২৯ মিনিটে গোলগুলি করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক খেলোয়াড় হিসেবে নিজের নাম লিপিবদ্ধ করেন।
দিনের দ্বিতীয় খেলায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে চার ও আট নম্বর ওয়ার্ড। খেলার ১৪ মিনিটে স্পট কিক থেকে গোল করেন আট নম্বর ওয়ার্ডের বাসেত। আর খেলার দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে জনির গোলে সমতায় ফেরে চার নম্বর ওয়ার্ড।
এর আগে উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। ফুটবল প্রতিযোগিতার আহবায়ক আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম, সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর