Friday, December 5, 2025

কেশবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে

কেশবপুর প্রতিনিধি: যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে গেছে। এ দুর্ঘটনায়  চালকের সহকারি আহত হয়েছে। জানা গেছে ২৮জুন ভোরে নাটরের স্টেশন বাজারের শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ অয়েল মিল থেকে ২৪০ বস্তা খৈল নিয়ে ঢাকা মেট্রো-ট ১৬২৯৩১ নম্বরের একটি ট্রাক চুকনগর বাজারের শাওন এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খৈলবাহী ট্রাকটি সড়কের পাশে একটি মাছের ঘেরে পড়ে যায়। এ সময় চালকের সহকারি জিয়ারুলের মাথা ও হাত কেটে আহত হয়। ট্রাক চালক উজ্জ্বল ও তার সহকারি জিয়ারুলের বাড়ি পাবনা সদর উপজেলার ইসলামগাতী গ্রামে। খবর পেয়ে সকালে চুকনগর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর