Friday, December 5, 2025

বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ মহিলা আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রহিমা খাতুন নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৭ জুন) রাত ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার ধন্যখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নারী ধন্যখোলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের ধন্যখোলা ক্যাম্প কমান্ডার সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধন্যখোলা গ্রামে এক নারী ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে তার বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রহিমা খাতুনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর