যশোর উপশহর বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে উপশহর ফুটবল একাডেমির। দীর্ঘ ছয় মাস ধরে একটি ফুটবল একাডেমি গঠনের প্রয়াস নেওয়া হয়। অবশেষে আলোর মুখ দেখেছে অত্র অঞ্চলে এই ফুটবল একাডেমির।
একাডেমির নামকরণের ঘোষণা ও খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয় এদিন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য জসিম উদ্দিন, হাদিউজ্জামান চিমা, জাতীয় যুব ফুটবল দলের সাবেক ফুটবলার কাজী জামাল ও মান্নাফ রাব্বি, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ফয়সাল মাহমুদ, জেলা দলের সাবেক ফুটবলার কাজী আব্দুর রশিদ, ছোট জামাল, বর্তমান জেলা দলের ফুটবলার সবুজ, ফুটবল প্রশিক্ষক ফরিদ হোসেন, মারুফ হোসেন প্রমুখ।
পরে সিনিয়র খেলোয়াড়দের সাথে একাডেমির খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, খেলোয়াড়দের জার্সি প্রদান করেন সাবেক জাতীয় যুব ফুটবল দলের ও বর্তমানে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড় মান্নাফ রাব্বি।
রাতদিন সংবাদ







