Friday, December 5, 2025

যশোরের কাশিমপুরে ছিনতাইয়ের ঘটনায় মামলা

যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামস্থ আইনালের মোড় নামকস্থানে চিহ্নিত অপরাধীরা দুই ইজিবাইক গতিরোধ করে চারজনকে মারপিট পূর্বক টাকা ছিনতাই ও ২ বস্তা সোলার পাউডার ও ৫০ পিস বাল্ব নিয়ে গেছে। এ ঘটনায় ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার কাশিমপুর দফাদারপাড়ার মহিউদ্দিন দফাদারের ছেলে ইসরাইল হোসেন, ইব্রাহিম হোসেন,মাসুদ হোসেন,মৃত মকবুল দফাদারের ছেলে আকতার হোসেন ও কাশিমপুর মন্ডল পাড়ার লিয়াকত আলীর ছেলে সোহেল।
যশোর সদর উপজেলার নতুন উপশহর সারথী মিলের পাশের্^ নিয়ামত মন্ডলের মেয়ে জাহানারা বেগম বাদি হয়ে শুক্রবার দুপুরে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি কাপড় কাচার সোলার পাউডার ও এনার্জি বাল্ব ব্যবসা করে। তার মালামাল নতুন উপশহর সারথী মিলের পাশের্^ মিজানের ছেলে তারেক হোসেন, আকবরের ছেলে মিলন,সামাদ মন্ডলের ছেলে শাহিন প্রতিদিন সকালে দু’টি ইজিবাইক যোগে বিক্রি করতে বের হয়। ২৪ জুন দিন ব্যাপী সোলার পাউডার ও এনার্জি বাল্ব বিক্রি করে তারেক হোসেন ও মিলন সন্ধ্যারাতে ফিরছিল। রাত ৮ টায় তারা দু’জন সদর উপজেলার কাশিমপু গ্রামের আইনালের মোড় নামকস্থানে পৌছালে ইসরাইল হোসেনসহ উল্লেখিত আসামীরা তাদের ইজিবাইকের গতিরোধ করে। এসময় তারেক হোসেনের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, ২ বস্তা পাউডার যার মূল্য ৪ হাজার টাকা ছিনিয়ে মারপিট পূর্বক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর পর শাহিন ও আলিমুল রাত ৯ টায় উক্ত স্থানে পৌছালে উক্ত আসামীদের তাদেরকে মারপিট পূর্বক নগদ ২২ হাজার টাকা ৫ হাজার টাকা মূল্যের ৫০টি বাল্ব ও ইজিবাইক ভেঙ্গে ১০ হাজার ক্ষতি সাধন করে। গুরুতর জখম অবস্থায় আহতরা উক্ত ইজিবাইকে উঠে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসলে গুরুতর জখমদেরকে ভর্তি করে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর