সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা চাতরা বিল কৃষি ও মৎস্য প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল। পরিদর্শন শেষে প্রকল্পের কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উক্ত প্রকল্প পরিদর্শন করেন উল্লেখিত ব্যাক্তিবর্গ। তারা প্রকল্পের সার্বিক উন্নয়নে কর্মকর্তাদের প্রসংশা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, ভবদহ অঞ্চলের লবনাক্ত পানি ও প্রতিকুল আবহাওয়ার মধ্যে নিজেরা ৪০ লাখ টাকা ব্যয় করে বিলের চারিপাশে ভেড়ি বাধ তৈরি ও সেচ ব্যবস্থার মাধ্যমে বোরো আবাদ করেছে। মাছ চাষের পাশাপাশি ধান চাষে সাফল্য বয়ে আনায় কৃষদের মাঝে বইছে আনন্দের বাতাস। পরিদর্শন শেষে কোটা মাদ্রাসা সংলগ্ন শফিয়ার রহমানের বাড়িতে প্রকল্পের প্রায় ৩শ’ কৃষকের মাঝে ৩৩ লাখ টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, প্রকল্পের সভাপতি আব্দুল কুদ্দুৃস তরফদার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ শফিয়ার রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মাসুদ তাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, তাহের ফারাজী, সাংবাদিক আনিস শিকদার, রিপানুল ইসলাম, রুবেল হোসেন, জাহিদ লিটন সহ এলাকাবাসী।







