Friday, December 5, 2025

মহেশপুরে আবারও পৌরপিতা রশিদ খাঁন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ খাঁন নৌকা প্রতীক নিয়ে আবার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন তের হাজার পাঁচশ’ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন চুন্নু পেয়েছেন এক হাজার একশ’ ৩২ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা নারকেল গাছ প্রতীক নিয়ে আটশ’ ৩০ ভোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী তাহবুর রহমান পাখা প্রতীকে পেয়েছেন তিনশ’ ৮৬ ভোট।

কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন এক নম্বর ওয়ার্ডে আলী হাফিজ, দু’ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম, তিন নম্বর ওয়ার্ডে রুহুল আমিন মিন্টু, চার নম্বর ওয়ার্ডে হাবিব শেখ, পাঁচ নম্বর ওয়ার্ডে শ্যামপদ হালদার, ছয় নম্বর ওয়ার্ডে কাজী আতিয়ার রহমান, সাত নম্বর ওয়ার্ডে আবুল হাশেম পাঠান, আট নম্বর ওয়ার্ডে আব্দুল মালেক এবং নয় নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এক নম্বর ওয়ার্ডে শারমিন সুলতানা, দু’ নম্বর ওয়ার্ডে ইশারননেছা বেগম এবং তিন নম্বর ওয়ার্ডে তাছলিমা বেগম।রোববার সন্ধ্যা ৬টায় মহেশপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল ফলাফল ঘোষণা করেন। এবারই প্রথম মহেশপুর পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর