বাংলাদেশের সুনামধন্য মোবাইল ব্রান্ড ভিভো কোম্পানীর ১৭ জেলার মধ্যে সেরা ডিলার হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের নিউ তনা টেলিকমের সত্বাধীকারী কামাল হোসেন। গত ২২ ফেব্রুয়ারী খুলনার আভিজাত একটি হোটেলে বার্ষিক ডিলার সম্মেলন শেষে এ পুরস্কার তুলে দেন ভিভো কোম্পানীর উর্দ্বোতন কর্মকর্তারা।উল্লেখ্য নারায়ণগঞ্জ ও খুলনা বিভাগের সতের জেলার মধ্যে ২০২০-এ যশোরের নিউ তনা টেলিকম অসাধারন অবদান রাখেন।এ অসামান্য অবদানের জন্য সেরা ডিলার নির্বাচিত হন তিনি। ১ম হওয়ায় তিনি এ অঞ্চলের ভিভো মোবাইলের ক্রেতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
রাতদিন সংবাদ







