Friday, December 5, 2025

যশোর জেলা ফুটবল রেফারি সমিতির নির্বাচনে ৩০প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোর জেলা ফুটবল রেফারি সমিতির নির্বাচনে রোববার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০ জন প্রার্থী।
শহিদ-নিবাস-ইব্রাহিম-নিশাদের নেতৃত্বে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ থেকে ১৪ জন এবং মিন্টু-বাচ্চু-জাকির প্যানেলের ১৬ জন প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির দ্বিতীয় তলায় নির্বাচনী কর্মকর্তার কাছে সততা, ঐক্য ও অগ্রগতি পরিষদ থেকে সহসভাপতি পদে সাহিদুর রহমান শহিদ ও ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক পদে শ্রীনিবাস হালদার, যুগ্ম সম্পাদক পদে ইব্রাহীম হোসেন, কোষাধ্যক্ষে সোহেল আল মামুন নিশাদ, দপ্তর সম্পাদক পদে সালাউদ্দীন ইউসুফ দিলু, সদস্য পদে শামছুর রহমান, আঃ হক, মাস্টার হাবিবুর রহমান, মিজানুর রহমান (১), কাজী রাকিবুজ্জামান, জয়নাল আবেদীন, আব্দুল বাসেত মল্লিক ও মিজানুর রহমান (২) মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া, মিন্টু-বাচ্চু-জাকির প্যানেলের পক্ষে সহসভাপতি পদে কাজী আনসারুল ইসলাম মিন্টু ও তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে এ বি এম সাহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে খুরশীদ মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক পদে লাবু জোয়ার্দ্দার। এছাড়া, সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিউল ইসলাম, হারুন-অর-রশীদ খান, জিল্লুর রহমান, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, ডাক্তার হাবিবুর রহমান, শফিকুল ইসলাম (মিঠু), ফেরদৌস হাসান ও বশির আহমেদ।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর