Friday, December 5, 2025

যশোরে বেপরোয়া গতির মোটরসাইকেলে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যুবক

যশোরের খালধার রোড আলিয়া মাদ্রাসার সামনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রা মোড়ের পরিচিত চটপটি বিক্রেতা ঘোপের শফিকুল ইসলামের ছেলে সিয়াম। বুধবার বিকেল ৫টার দিকে পারিবারিক কাজে বারান্দিপাড়ায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিয়াম অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্কিং এ থাকা একটি মোটরসাইকেলের সাথে প্রথমে ধাক্কা পারে। পরে আরও একটি মোটরসাইকেল এসে সিয়ামের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় পড়ে গিয়ে গুরুতর আহত হন সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়,  সিয়ামের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর