Friday, December 5, 2025

যশোরে শিশু সন্তান নিয়ে বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধু সাগরী

যশোর সদর উপজেলার রসুলপুর গ্রামের এক গৃহবধূ সাগরী বেগম (২৫) ও তার আট বছরের মেয়ে সামিয়া আক্তার মাহি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২১৪১) করা হয়েছে, তবে পুলিশের তৎপরতা সত্ত্বেও এখনো তাদের খোঁজ মেলেনি। বিষয়টি অন্যান্য থানায়ও বেতার বার্তায় জানানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর বিকেল ৪টার দিকে সাগরী বেগম তার মেয়ে মাহিকে নিয়ে পিত্রালয়—কালীগঞ্জের পারক্ষিদ্দা গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সেদিন তারা গন্তব্যে পৌঁছাননি। বের হওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর—০১৯৩৭-৮৭৯৩৯৮ ও ০১৮৬৭-৯০৫৯২৩—বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনও তথ্য না পাওয়ায় পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে।

স্বামী মিঠু মিয়া জানান, স্ত্রী ও মেয়ের অবস্থান সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞাত। তিনি পুলিশের প্রতি আস্থা রেখে দ্রুত তাদের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোনো তথ্য পাওয়া গেলে ০১৯০৫৪৭২৪৬১ বা ০১৬০৫৮৯৮১১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব আলী বলেন, মোবাইল ফোনের ট্র্যাকিং চলছে। প্রাথমিকভাবে কিছুই সন্দেহজনক পাওয়া যায়নি। গৃহবধূ সন্তানসহ আত্মগোপনে আছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন থানায় নিখোঁজের ছবি পাঠানো হয়েছে। খুব শিগগিরই তাদের সন্ধান পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর