যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের চরম অবহেলা ও ভুল চিকিৎসার দায়ে মিজানুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রোগীকে একবার দেখে এরপর একবারও ফিরেও তাকাননি অভিযোগ করেন নিহতের ছেলে ফেরদৌস। কর্তব্যরত চিকিৎসক রোগীর প্রতি উদাসীন আচরণ করেছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালের ইসিজি মেশিনটি নষ্ট ছিল। রোগীর অবস্থার অবনতি হলেও প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হয়নি। এ অবস্থায় ক্ষোভে ফেটে পড়ে স্বজনরা ইসিজি মেশিন ভাঙচুর করেন।এতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা ইসিজি মেশিন ভাঙচুর করেন। এ ঘটনায় হাসপাতালের সিসিইউতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ প্রসঙ্গে অনারারি মেডিকেল অফিসার ডা. সজল অধিকারী দাবি করেন, রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল এবং কোনো ধরনের অবহেলা বা ভুল চিকিৎসা করা হয়নি। বরং রোগীর মৃত্যুর পর স্বজনরাই উত্তেজিত হয়ে ভাঙচুর করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য,সম্প্রতি এক দম্পত্তি তার শিশু সন্তানের গলায় কাটা বাধাকে কেন্দ্র করে স্বজন লাঞ্চিতের অভিযোগ উঠে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জোবায়ের আহম্মেদ ও কর্মরতদের বিরুদ্ধে। এর একদিনের ব্যবধানে রুগি মৃত্যুর অভিযোগ নিয়ে হাসপাতালের সেবার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
পল্লব দাস







