Friday, December 5, 2025

কেশবপুরে ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নেতৃত্বে হাসান ও পবিত্র

প্রেস বিজ্ঞপ্তি: যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জি এম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পবিত্র সাহা । মঙ্গলবার সকাল থেকে কেশবপুরসহ যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে ডেকোরেটর ব্যবসায়ীরা সমবেত হন।

আলোচনা সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মধ্যাহ্নভোজের পর যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের উদ্যোগে কেশবপুর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেশবপুর শাখার নবনির্বাচিত সভাপতি জি এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ সময় যশোর জেলার বিভিন্ন উপজেলার ডেকোরেটর মালিকরা ও কেশবপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর