কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে হরিহর নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—বিপ্লব হোসেন (৩২), আব্দুল হাসান (২২) ও সাইফুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামে হরিহর নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কর্তন করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার বিষয়টির সত্যতা পান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ অনুসারে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, “অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”







