Friday, December 5, 2025

বেনাপোলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেনাপোলে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বেনাপোল হাইস্কুল মাঠে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর–১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন—তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের জন্য তাঁর অবদান জাতির ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে। তিনি অসুস্থ; আমরা তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।”

তিনি আরও বলেন, “আমাদের মা সুস্থ হয়ে আরও একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন—এটাই আমাদের আকাঙ্ক্ষা।”

পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌরসভা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী ইদু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান।

এছাড়া বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর