Friday, December 5, 2025

যশোরে চাঁদা না দেয়ায় দোকান থেকে দুই কর্মচারীকে উঠিয়ে নিয়ে মারপিট

যশোরে চাঁদার টাকা না দেয়ায় একটি ফাস্টফুড দোকান থেকে দুই কর্মচারীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধা সাড়ে পাঁচটার দিকে শহরের পৌরপার্কের সামনে। আহতরা হলেন, সদর উপজেলার সুতিঘাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাগর ও খুলনার তেরোখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের বাবুল শেখের ছেলে  ইসমাইল। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

ইসলাম ফাস্টফুডের মালিক ইসলাম জানান , মঙ্গলবার সকালে স্টেডিয়ামপাড়ার জিয়া ও রনি নামের দুই যুবক তার দোকানে আসেন। এসময় ২০ হাজার টাকা চাঁদাদাবি করেন তারা। ওই টাকা দিতে ইসলাম অস্বীকার করেন। পরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিকদের জানান। এরমাঝে বিকেলে জিয়া ও রনির নেতৃত্বে ১৫/২০জন যুবক এসে তার দোকানে আসে। এসময় ইসলামকে না পেয়ে তার দুইকর্মচারিকে তুলে নিয়ে জিমনেশিয়ামের সামনে নিয়ে লাঠি ও হকস্টিক দিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর