Friday, December 5, 2025

মণিরামপুর প্রেসক্লাবে এনসিপি’র সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী এবি আহাদ হোসাইন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার রাতে মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য প্রার্থী এবি আহাদ হোসাইন বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট তার বাম চোখে গুলিবিদ্ধ হয়। আহত হয়ে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থান বিকেলে শোনেন ফ্যাস্টিস সরকারের পতন হয়েছে। তখন তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। আর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তিনি যশোর-৫ (মণিরামপুর) আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থী হবেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।” তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক শাপলা নিয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ও জি,এম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, আব্দুল মতিন, হোসাইন নজরুল হক, আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাবেক আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, সদস্য সুবিদুর রহমান, মোস্তফা আলমগীর কবির, বাবুল আকতার, মোন্তাজ আলী প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর