শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তিন গ্রুপের সকল মাঠকর্মীরা একত্র হয়ে এ কর্মসূচি পালন করেন।
উপজেলা অধিকার আদায় সমন্বয় পরিষদের পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেন শামিমা ইয়াসমিন, নাছিমা রহমান, আশরাফুল ইসলাম, শাহ জামাল উদ্দিন, আরিফুল ইসলাম, কোহিনুর খাতুন, ফারজানা খাতুন, তাছলিমা খাতুন, প্রত্যাশা পারভীন, তানিয়া খাতুনসহ অনেকে।
বক্তারা বলেন, ন্যায্য ও যৌক্তিক দাবি হিসেবে প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও ধারাবাহিক ও কঠোর কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ২–১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।







