নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা মঙ্গলবার সকালে যশোর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন এবং ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেন।
নেতৃবৃন্দ জানান, দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মী দীর্ঘদিন ধরে দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। তবুও ২৬ বছর ধরে তাদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছে।
সদর উপজেলা সমন্বায়ক তহমিনা নাসরিন বলেন, চাকরি রাজস্ব খাতে থাকলেও এখনও নিয়োগবিধি নেই, বিদ্যমান বিধিও সংশোধন হয়নি। পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নেতা শাহাবুদ্দিন ও ইমরান খান জানান, লিখিত আবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি চললেও প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবারকল্যাণ কর্মীরা অংশ নেন।
রাতদিন সংবাদ







