Friday, December 5, 2025

যশোরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা মঙ্গলবার সকালে যশোর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন এবং ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেন।
নেতৃবৃন্দ জানান, দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মী দীর্ঘদিন ধরে দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। তবুও ২৬ বছর ধরে তাদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছে।
সদর উপজেলা সমন্বায়ক তহমিনা নাসরিন বলেন, চাকরি রাজস্ব খাতে থাকলেও এখনও নিয়োগবিধি নেই, বিদ্যমান বিধিও সংশোধন হয়নি। পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নেতা শাহাবুদ্দিন ও ইমরান খান জানান, লিখিত আবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি চললেও প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবারকল্যাণ কর্মীরা অংশ নেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর