মাসুদুর রহমান শেখ বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে ৪৯ বিজিবি। আটক ব্যক্তির নাম আবু ইব্রাহিম আলী (২৩), পিতা আবু তাহের আলী, বাড়ি কলকাতার খিদিরপুর ইকবালপুর এলাকায়। তার পাসপোর্ট নম্বর AD450818।
সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপিকে নিয়ে বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় WINCEREX কফ সিরাপ, শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, পোশাক সামগ্রী, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকসসহ মোট ৯ লাখ ৯০ হাজার ৪৫ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।







