যশোরে দোকান থেকে ঘুমের ওষুধ না দেওয়াকে কেন্দ্র করে নাজিম সরদার নামে এক মসজিদের ইমামের মালিকানাধীন ফার্মেসিতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। রামনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুলের নেতৃত্বে তার পরিবার এ হামলা চালায় বলে জানা গেছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মুড়লী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ফার্মেসির মালিক ইমাম নাজিম সরদার, তার ছেলে তানভীর আহমেদ এবং পার্শ্ববর্তী আরেক দোকানদার আলী হোসেন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়াতে মসজিদে গেলে ফার্মেসিতে বসে ছিলেন ইমাম নাজিম সরদারের ছেলে তানভীর। এ সময় পারুলের ছেলে রাজ ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ চান। তানভীর প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে রাজ ক্ষিপ্ত হয়ে বাড়ি গিয়ে তার মা পারুল, বাবা রাজা ও বোন তনুকে নিয়ে এসে ফার্মেসিতে হামলা চালায়।
হামলায় দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর হয় এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভুক্তভোগী নাজিম সরদার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের কাছে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দেয়।







