Friday, December 5, 2025

কেশবপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

মোঃ জাকির হোসেন, কেশবপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ; পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক; উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান; পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ; পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলা; মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ; সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু; সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল; পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ূন কবীর সুমন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর