যশোর-চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেলসহ দু’জন যুবক ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তারা জগহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার শক্তি এতটাই ছিল যে দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এলাকাটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে বাসটির তথ্য কেউ স্পষ্ট করে বলতে পারেননি। ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা মহেশপুর উপজেলার আলিসা গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, ঘাতক বাসের পরিচয় শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। সড়কের আশপাশের দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
নিহত দুই যুবকের মৃত্যুতে আলিসা গ্রামে নেমে এসেছে গভীর শোক। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েন। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মহব্বত আলী







