Friday, December 5, 2025

সাধারণ জ্ঞানে অসাধারণ প্রমাণে প্রতিযোগিতামুখর বিটিএইচ আঙিনা

পারদর্শিতায় কেউ কারো চেয়ে কম নয়, এ প্রমাণেই ছোট্ট প্রতিযোগীরা প্রশ্ন শোনামাত্রই দ্রুত উত্তর দিয়ে জমিয়ে তোলে প্রতিযোগিতা। সাধারণ জ্ঞানে এগিয়ে থাকার চেষ্টায় কচিকাঁচাদের তুমুল লড়াইয়ে মুখর ছিল যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমের আঙিনা। শনিবার সেখানে অনুষ্ঠিত হয় বিটিএইচ বার্ষিক জেনারেল নলেজ কম্পিটিশন ও মানচিত্র রিডিং প্রতিযোগিতা।

নার্সারি, কেজি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

নার্সারি থেকে প্রথম শ্রেণি পর্যন্ত তিন বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে অরিত্রি দাস পাখি, জারিফ ইসলাম, আরশান ফাইদ সিদ্দিকি, রিসলিয়া রাবাব, নাওয়াফুল হক, আয়শা নাজিফা, মারিয়াম রহমান, তাবিবা নাহিয়ান আফ্রিদা এবং আসফিয়া তাহরিন আইজা।

ছোট্ট অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস, দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা ও প্রতিযোগিতায় প্রাণবন্ত উপস্থিতি পুরো বিটিএইচ আঙিনাকে উৎসবমুখর করে তোলে।

প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর