বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় যশোর–৩ (সদর) আসনে “ধানের শীষ” প্রতীকের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর–৩ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার এক বিবৃতি এবং নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী ব্যস্ততা ও প্রচারণা চালিয়ে যাওয়া সমীচীন নয় বিবেচনায়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে যশোর–৩ এলাকায় ধানের শীষের সব ধরনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত তার বিবৃতি ও পোস্টে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।
এরই মধ্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে দোয়া-মোনাজাত অব্যাহত রয়েছে।







