Friday, December 5, 2025

যশোরে কথাকাটাকাটির জেরে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চানপাড়া মাঠে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেছে দুজন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

জখমপ্রাপ্ত ব্যক্তি যশোর জেলার সদর উপজেলার এড়ান্দা বটতলার মৃত আব্দুল লতিফের ছেলে শামীম হোসেন (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে থাকা বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত পাকদিয়া গ্রামের আয়নালের ছেলে সুমন (৩০) ও ভেকুটিয়ার খলিলের ছেলে কিতাব আলী (৪০) দুজনই শামীম হোসেনের সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা কোদাল দিয়ে শামীম হোসেনের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর