Friday, December 5, 2025

যশোরের চৌগাছায় তিন দিন ধরে পুলিশ সদস্য নিখোঁজ

যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

নিখোঁজ আক্তারুজ্জামান সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।

জিডি সূত্রে জানা যায়, স্ত্রী–সন্তানসহ চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন আক্তারুজ্জামান। তাঁর স্ত্রী শাহিনা জানান, ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শাহিনা আক্তার বলেন, “তিন দিন ধরে স্বামীর কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেছি।” তিনি জানান, বের হওয়ার সময় আক্তারুজ্জামান তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন, ফলে যোগাযোগের কোনো উপায়ও খোলা নেই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “পুলিশ সদস্য নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর