Friday, December 5, 2025

যশোরে দড়ি টানাটানি প্রতিযোগিতা উদ্বোধন করলেন ইসমাইল হোসেন টেনিয়া

স্টাফ রিপোর্টার: যশোরের নরেন্দ্রপুর হামরাতলায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো দড়ি টানাটানি প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। এসময় জেলা মৎস্যজীবী দলের সদস্য আসলাম শেখ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য আজহার উদ্দিন ও আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইসমাইল হোসেন টেনিয়া বলেন, খেলাধুলা তরুণ সমাজকে অপর্কম থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল কাজে যুক্ত করে। তিনি তরুণদের খেলাধুলায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

যশোরের উন্নয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, তরিকুল ইসলামের নেতৃত্বে জেলায় যে উন্নয়ন হয়েছে, তা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ঘিরে মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

যশোরে দড়ি টানাটানি প্রতিযোগিতা উদ্বোধন করলেন ইসমাইল হোসেন টেনিয়াএদিকে, শুক্রবার সন্ধ্যায় আরবপুর ইউনিয়নে প্রচারমিছিল করে জেলা মৎস্যজীবী দল। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, এসময় উপস্থিত ছিলেন জেলা সদস্য আসলাম শেখ ও মফিজ, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিঠু, সদস্য সচিব নাসির আহমেদ নাসিম এবং নগর মৎস্যজীবী দলের সদস্য শাওন ইসলামসহ অন্যান্য নেতারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর