Friday, December 5, 2025

যশোরে সড়কের পাশ থেকে ককটেল উদ্ধার, একজন আটক

যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদসংলগ্ন বেনাপোল–খুলনা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ একটি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিস্ফোরকটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

স্থানীয়রা জানান, সড়কের ধারে কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ যৌথ বাহিনীর সহায়তায় বস্তুটি জব্দ করে।

এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে শংকরপুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম অন্তরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে আরাফাত তিনজনের নাম প্রকাশ করেছে বলে পুলিশ জানিয়েছে। তারা হলো—গোল্ডেন সাব্বির (২৮), শিপন (২৭) ও মুসা (৩০); সবাই যশোরের শংকরপুর বাস টার্মিনাল জোমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর