যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনজীবী সমিতি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবারের নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে সাবু–গফুর ঐক্য প্যানেলের ১৩ প্রার্থী, লতিফ–ছোট ঐক্য পরিষদের ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু।
আইনজীবীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—এই নির্বাচনে কোন প্যানেল বিজয়ের মুকুট পরবে। নির্বাচন নিয়ে আলোচনায় মুখর যশোর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ।
আইনজীবী সমিতি সূত্র জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু–গফুর ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে এম. এ. গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ওআশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল এবং কার্যকরী সংসদ সদস্য পদে মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। তাদের মধ্যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির বাসুদেব বিশ্বাস ও আশরাফুল আলমও রয়েছেন। এছাড়া, লইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন— সভাপতি পদে এম. এ. লতিফ, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক (১), সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট, যুগ্ম সম্পাদক পদে আবুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক এবং কার্যকরী সংসদ সদস্য পদে শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম।
রাতদিন সংবাদ







