Friday, December 5, 2025

যশোরে হাসপাতালে ফেলে যাওযা মরদেহের পরিচয় শনাক্ত হয়নি

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি। বৃহস্পতিবার রাতেই পিবিআই যশোরের টিম ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পল সংগ্রহ করে। তবে সার্ভারের সমস্যার কারণে রাতে ফলাফল পাওয়া যায়নি। সকালে সার্ভারের সমস্যা সমাধানের পর জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট কোনো তথ্যের সাথে মিলেনি। ফলে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পিবিআই যশোরের এসআই কমলেশ মণ্ডল। এর আগে বৃহস্পতিবার রাতে কে বা কারা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের সামনে কোণায় হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখেন। পরে এগিয়ে গিয়ে দেখেন, ব্যক্তির কোনো জ্ঞান নেই। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি; পায়ে কোনো স্যান্ডেল বা জুতা ছিল না। দু’পা দেখে মনে হচ্ছিল দীর্ঘক্ষণ পানিতে ভেজানো ছিল। দ্রুত তারা বিষয়টি হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীদের জানান। কর্তব্যরতরা এসে যুবকটিকে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় তিনি মৃত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, পরিচয় শনাক্তের জন্য মরদেহের ছবি বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। পিবিআইও পরীক্ষা করেছে, তবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত পরিচয় শনাক্ত না হলে মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর