যশোরের ঢাকা রোডে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে মনিহার–নিউ মার্কেট সড়কের পাশের ডেনের কাছে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মামুন ব্রিকসের জমির পাশের ড্রেনের পাশেই ককটেল দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর কোতোয়ালি থানার এসআই মনিরা খাতুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করেন এবং সেগুলো থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, কেউ এটি সেখানে ফেলে গেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে হঠাৎ করে জনবহুল এলাকায় ককটেল পাওয়া যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি আর এন রোডের একটি পার্টসের দোকানে এবং পরে আর এন রোডেই পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়। একের পর এক ককটেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী।
রাতদিন সংবাদ







