যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নির পক্ষে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পোড়াপাড়া বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন নেতারা। গণসংযোগ শেষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবিরা নাজমুল মুন্নি।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চৌগাছা ও ঝিকরগাছা অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি তরুণ সমাজকে রাজনীতি ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল, চৌগাছা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খায়রুল মেম্বারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।







