Friday, December 5, 2025

যশোরে ভূয়া সচিব আটক

যশোরের সার্কিট হাউজ থেকে এক ভুয়া সচিবকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার পর। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে। অভিযোগ রয়েছে তিনি এরআগেও একাধিকবার নিজেকে একেক সময় একেক রকম সরকারী পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন। এছাড়াও তিনি ঢাকা সচিবালয়ে অবাধ বিচরণ রয়েছে বলে জানা যায়।

সার্কিট হাউজ কর্তৃপক্ষ জানায়, সকালে তিনি সার্কিট হাউজের মোবাইল নাম্বারে কলকরে নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দেন। একই সাথে তিনি ঢাকা থেকে যশোরে আসছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ যশোরের রেল স্টেশনে সরকারি গাড়ী পাঠানোর জন্য বলেন। সার্কিট হাউজ কর্তৃপক্ষ গাড়িও পাঠায় । পরে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। এরপর তাকে আটকে রাখা হয়।

এদিকে, খবর শুনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা সেখানে যান। হাজির হন জেলা পরিষদের সিইও এস.এম শাহীনসহ কর্মকর্তারা। তারাও বিষয়টি যাচাই বাছায় করেন। শেষশেষ তিনি প্রতারক হিসেবে চিহ্নিত হন। পরে পুলিশ খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ওই ব্যক্তিতে হেফাজতে নিয়েছেন। এ বিষয়ে আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর