Friday, December 5, 2025

যশোরে দেবরের আঘাতে ভাবি হাসপাতালে

যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার দোহার পাড়ায় দেবরের হাতে ভাবি ডলি বেগম গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলছিল। তার জেরে সকালে কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দেবর নোয়াব আলী হঠাৎ লাঠি নিয়ে হামলা চালায়। গুরুতর আহত ডলি বেগমকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহতের স্বামী আব্দুল হাকিমের দাবি, তার ভাই পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর