Friday, December 5, 2025

যশোরে যুবদল নেতার বাড়িতে বোমা ও দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মোড়

যশোরে যুবদল নেতার বাড়িতে বোমা ও দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মোড় নিয়েছে। যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ আল রানার বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হলেও যুবদল অভিযোগ করেছেএটি ‘সম্পূর্ণ সাজানো নাটক’। এমনকি জেলা বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আটক মাসুদ আল রানা চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযানের পর কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার দুপুরে রানাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার পরপরই জেলা যুবদলের আহ্বায়ক এম. তামাল আহম্মেদ অভিযোগ করে বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত নাটক। আশপাশের চিহ্নিত মাদক কারবারীরা মিলে মাসুদকে ফাঁসিয়েছে।”

তিনি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের দৌরাত্ম্য রয়েছে এবং মাসুদ আল রানা নিয়মিত মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদকচক্র বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সাজিয়ে আসছিল।

এম. তামাল আহম্মেদ আরও বলেন, তার বাড়িতে এর আগেও বোমা হামলা হয়েছিল। এবার রানার বাড়ির রান্নাঘরের পাশে বোমা, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্র রেখে যায় মাদকচক্র। এরপর তারাই সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী উদ্ধার করেছে ঠিকই, কিন্তু অস্ত্র রেখেছে মাদকচক্রই। যে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, সেখানে মাসুদের নিয়মিত যাতায়াত নেই। তার দাবি, পুরো বিষয়টিই মাসুদকে ফাঁসানোর জন্য সাজানো হয়েছে।

এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, রানার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কখনোই ছিল না। আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন, তাই তাকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়েছে।

এদিকে, একটি পক্ষ দাবি করছে, যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেও এ ঘটনা সাজানো হতে পারে। তবে জেলা যুবদল আহ্বায়ক বলছেন, দলে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অভ্যন্তরীণ কোনো কোন্দল তাদের নেই।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকেই সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতেই তা উদ্ধার করা হয়েছে। কে রেখেছে কিংবা কেন রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর