শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর এলাকার বাকপাড়ায় কেষ্ট পালের বাড়ির আঙিনা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেষ্ট পাল তার পৈত্রিক বাড়িতে পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজের সময় লেবাররা মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি সম্পূর্ণ জং ধরা এবং প্রায় অচল অবস্থায় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
আর কে-০৯







