Friday, December 5, 2025

যশোরে ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে প্রাইভেটকার ছিনতাই

যশোরের মুড়লি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে তার প্রাইভেটকার ছিনতাই করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে। ভুক্তভোগী সঞ্জয় দাস এ ঘটনায় যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তারা গুরুত্বসহকারে তদন্ত করছে।

জানা যায়,  পাবনা সদর উপজেলার যুগিপাড়া মাঠপাড়ার সন্তোষ দাসের ছেলে সঞ্জয় দাস পেশায় ভাড়ায়চালিত প্রাইভেটকার চালক। রোববার রাতে তিনি পাবনা থেকে খুলনার মোংলায় একজন নারী যাত্রী আনতে যাচ্ছিলেন। যাত্রাপথে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি হায়েস মাইক্রোবাস তার গাড়ির পেছনে লেগে থাকে। তবে তখন তিনি বিষয়টি গুরুত্ব দেননি। রাত আনুমানিক আড়াইটার দিকে যশোরের মুড়লি রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে মাইক্রোবাসটি সামনে গিয়ে তার গাড়ির গতিরোধ করে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে ৩ ব্যক্তি—যাদের গায়ে ছিল ডিবি পুলিশের জ্যাকেট, হাতে ছিল পিস্তল ও হ্যান্ডকাপ। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সঞ্জয়কে জানান, আপনার বিরুদ্ধে তথ্য আছে। এরপরই তার হাতে হ্যান্ডকাপ পরানো হয়।

পরবর্তীতে হ্যান্ডকাপ খুলে তার দুই হাত গামছা দিয়ে বাঁধা হয়, মুখে পরানো হয় মুখোশ। পিস্তলের ভয় দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় এবং তার প্রাইভেটকার তাদের নিয়ন্ত্রণে চলে যায়।

সোমবার ভোরে ফজরের আজানের সময় সঞ্জয়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় রাস্তার পাশের একটি গাছের কাছে ফেলে রেখে যায় ছদ্মবেশী ডিবি সদস্যরা। মুখোশ কিছুটা ঢিলা থাকায় গাছের সঙ্গে ঘষে সেটি খুলে ফেলতে সক্ষম হন তিনি। পরে চেষ্টা করে হাতের বাঁধনও খুলে ফেলেন। স্থানীয়দের সহায়তায় তিনি কাশিয়ানী থানায় পৌঁছে ঘটনা জানান। সেখানকার পুলিশের পরামর্শে তিনি যশোরে এসে সোমবার রাতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

যশোর ডিবি পুলিশের ওসি  মঞ্জুরুল হক ভূঞা জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের একটি টিম কাজ করছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর