Friday, December 5, 2025

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত শাহীনের মৃত্যু

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত শাহীন ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত শাহীন শহরের কাঠালতলা ঘোষপাড়ার মৃত মজিবরের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে শহরের গরিবশাহ মাজারসংলগ্ন নদীর ধারে স্থানীয় কয়েকজনের কাছে চোর সন্দেহে ধরা পড়ে শাহীন। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর জখম করে। পরে মাজারে অবস্থানরত মিলন নামে এক ব্যক্তি শাহীনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শেষমেষ সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর