Friday, December 5, 2025

সোমবার যশোরে আসছেন কেন্দ্রীয় যুবদল নেতা রেজাউল, আসছে কঠোর নির্দেশনা

সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করতে আজ যশোরে আসছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। এ বিষয়ে জেলা যুবদলকে ব্যবস্থা নিতে রোববার কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া নির্দেশনা দিয়েছেন। জেলা যুবদলও সার্বিক প্রস্তুতি নিয়েছে। দলীয সূত্র জানায়, তিনি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন, যার প্রধান লক্ষ্য আসন্ন নির্বাচন। জেলার যুবদলের বিভিন্ন ইউনিটের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং দলীয় নেতাকর্মীদের দেবেন নানা দিকনির্দেশনা। এছাড়াও বিএনপির মনোনিত প্রার্থীদের সঙ্গেও কথা বলবেন। ধানের শীষের বাইরে যেন যুবদল কোনোভাবেই যেতে না পারে সে বিষয়ে পদক্ষেপও নেয়া হবে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে রেজাউল কবীর পল ভাই যশোরে আসছেন। তাকে নিয়ে আমরা ঝিকরগাছা, বেনাপোল ও শার্শায় যাবো। আমরা নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গেও কথা বলবো। ধানের শীষের বিপক্ষে কোনো যুবদল নেতাকর্মী অবস্থান নিচ্ছে কিনা—সেবিষয়টিও তদারকি করবো। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে দ্রুতই সেসব নেতার বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, কেন্দ্রীয় নেতা আসছেন জেলার সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। সাম্প্রতিক পরিস্থিতির আলোকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। এছাড়া বিভিন্ন ইউনিটের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একটি ইনডোর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যুবদলের নেতাকর্মীদের ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন মি. রানা।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর